শিরোনামঃ
নতুন টিভিসিতে প্রশংসিত শাওন আশরাফ মডেল ও অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা একজন সফল নারী উদ্যোক্তা স্বাধীনতা ট্রাস্টের জতজয়ন্তী পালন নিশাত আরা শাওন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন,বাংলাদেশ এর বেসরকারি ব্যাংক শাখার কমিটির যুগ্ম আহবায়ক হলিউড ডিরেক্টর লিওয়েন লিয়ে’র“এমাজন প্রাইম ভিডিওর“ফ্লিটিং লাইট”সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অপর্ণা কির্ত্তনীয়া রাজউক ভাড়া ভিত্তিক ভবন নির্মাণ করতে চায় নিম্ন আয়ের মানুষদের জন্য গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, বুঝিয়ে নামানোর চেষ্টায় সুয়ারেজ ডেসটিনির অর্থ ফেরত প্রক্রিয়া শুরুতে চার বাধা ১০০ তলা ভবন করার অনুমতি দিবে রাজউক তাহসিন মাহিন এর ‘ইন ব্লিসফুল হেল’ প্রিমিয়ারিং ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : নাদেল দায়িত্বে আসছেন ট্র্যাসি জ্যাকবসন বিসিবিকে অপেক্ষায় রাখলেন: তামিম ইকবাল খান ইসলামী ব্যাংকে আবার অনিয়ম, পদ হারালেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না : সুপার স্টার রজনীকান্ত গাছে উঠে আত্মহত্যার চেষ্টা বালবির, নামানোর চেষ্টায় সুয়ারেজ জাতীয় শুদ্ধাচার কৌশল,অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মেসি বাইডেনের দেওয়া পুরস্কার নিতে যাননি কেন নির্মাতা মৃত্তিকা রাশেদ এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কালার’স অব হোপ”ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ২০২৪ এ চ্যাম্পিয়ন রাজনীতিকের চরিত্রে পাওলি দাম
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশঃ

মোবারক*** ***ঈদ মোবারক*** ***ঈদ মোবারক***

উড়ন্ত গাড়ির স্বপ্ন কি এবার বাস্তব হয়ে ওঠার পথে?

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com / ৭৯২ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

একটি ডাচ কোম্পানি তাদের প্রথম উড়ন্ত গাড়ি বাজারে ছেড়েছে।

জেনেভা মোটর শোতে প্যাল-ভি নামের এই কোম্পনি তাদের তৈরি এই তিন চাকার গাড়ি-কাম-হেলিকপ্টার প্রদর্শন করেছে।

এর মাথার ওপর হেলিকপ্টারের মতোই রোটর বা পাখা রয়েছে যা ভাঁজ করে রাখা যায়। পেছন দিকে রয়েছে আরো একটি প্রপেলার।

এর নাম দেয়া হয়েছে ‘লিবার্টি’ – এবং মাটির ওপর গাড়ি হিসেবে চলার সময় এই যানটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৯৯ মাইল, আর ওড়ার সময় সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১১২ মাইল।

ইউ ওনলি লিভ টুয়াইস’ নামের স্পাই থ্রিলার ছবিতে জেমস বন্ড একটি উড়ন্ত গাড়ি চালিয়েছিলেন – যার নাম ছিল ‘লিটল নেলি’। নেদারল্যান্ডের কোম্পানির তৈরি এই লিবার্টি নামের ‘জাইরোকপ্টার’ অনেকটা সে রকমই।তবে ‘লিটল নেলি’-র চাইতে লিবার্টি আকারে অনেক বড় এবং বিলাসবহুল।

এখন প্রশ্ন হলো, এর মধ্যে দিয়ে কি অবশেষে উড়ন্ত গাড়ির স্বপ্ন সফল হলো?

প্যাল ভি কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট ডিঙ্গেমান্স বলেন, “লিবার্টিকে নিয়ে আপনি আপনার গ্যারেজ থেকে যাত্রা শুরু করতে পারবেন এবং সোজা আপনি যেখানে যেতে চান সেখানে গিয়ে নামতে পারবেন।”

কিন্তু ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের এনার্জি রিসার্চ সেন্টারের প্রধান হ্যারি হোস্টার বলছেন, জাইরোকপ্টারের সুবিধে হলো এটা খুব কম জায়গার মধ্যে নামতে পারে। কিন্তু ওড়ার সময় তাকে সামনের দিকে ছুটে একটা গতিবেগ সঞ্চয় করতে হয়। তাই বাড়ির ছাদ থেকে এটা উড়তে পারবে না।

তা ছাড়া ঘনবসতি পূর্ণ এলাকায় এটা ওড়ানোর সমস্যা রয়েছে। কারণ এর পাখা ঘোরার জন্য চারপাশে অনেকটা ফাঁকা জায়গা দরকার। তার পর রয়েছে শব্দের সমস্যা।

প্যাল-ভি অবশ্য একমাত্র কোম্পানি নয় যারা বাণিজ্যিকভাবে উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে।

আমেরিকান কোম্পানি টেরাফুগিয়া এক ধরণের উড়ন্ত গাড়ি তৈরি করেছে, যার প্লেনের মতোই পাখা আছে, এবং তা মাটিতে নামার পর সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়।

এর প্রধান নির্বাহী ক্রিস জারান বলছেন, “এ গাড়ি আপনার গ্যারেজে থাকতে পারে। আপনি এটা চালিয়ে এয়ারপোর্টে যাবেন, তার পর উড়ে অন্য এয়ারপোর্টে যাবেন, তার পর পাখা ভাঁজ করে নিয়ে আবার গাড়িতে পরিণত হয়ে আপনার গন্তব্যে চলে যাবেন।” এর দাম হবে দু’লাখ আশি হাজার মার্কিন ডলার।

সমস্যা হচ্ছে এ জন্য আপনার একটা বিমানবন্দর ব্যবহার করতে হবে।

এরকম আরো কিছু কোম্পানি উড়ন্ত গাড়ি তৈরি করছে। কিন্তু তবু ব্যক্তিগত উড়ন্ত গাড়ির সামনে এখনো বহু সমস্যা রয়েছে ।

কারণ গাড়ি চালানো আর যে কোন রকম বিমান ওড়ানোর মধ্যে অনেক তফাৎ।

উড়ন্ত গাড়ি চালাতে হলে আপনার পাইলটের লাইসেন্স লাগবে।

 


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০