শিরোনামঃ
মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারের জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের আশ্বাসে অনশন ভাঙ্গলো হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো অনুশীলনে সতীর্থদের উদ্দেশে ১৫টি পয়েন্ট উল্লেখ করেছেন অধিনায়ক সাকিব বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা হয়েছে খালেদার বিদেশে চিকিৎসার আবেদন,অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত:আইনমন্ত্রী বাণিজ্যিকভাবে কদবেল বাগান করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা খোরশেদ আলম মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ২২ হাজার স্থগিত হয়েছে ৯ মাসে সেলিব্রিটি ক্রিকেট লিগ সময়ের সাথে বাস্তবতার আলোকে আগামী নির্বাচনী ইশতেহার :ওবায়দুল কাদের বিএনপি-জামায়াত যতই দেশটাকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করুক, নির্বাচন যথাসময়েই হবে:তথ্য ও সম্প্রচারমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে:প্রধানমন্ত্রী বিশ্বাস, জানা-অজানা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেলেন প্রধানমন্ত্রী বেলী স্কয়ার ফুটবল একাডেমী অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১৫ সাথে সাত রোজ যুব সংঘ”র দুটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শিক্ষামন্ত্রী-কারিগরি শিক্ষা অধিদপ্তরের ব্যার্থতার দায় এড়াতে পারেন না স্কুল ছাত্র মো. জাবেরের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা আমাদের লক্ষ্য এখন গুণগত শিক্ষার উন্নয়নে কাজ করা :মুহিবুর রহমান মানিক এম পি কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশঃ

মোবারক*** ***ঈদ মোবারক*** ***ঈদ মোবারক***

উড়ন্ত গাড়ির স্বপ্ন কি এবার বাস্তব হয়ে ওঠার পথে?

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

একটি ডাচ কোম্পানি তাদের প্রথম উড়ন্ত গাড়ি বাজারে ছেড়েছে।

জেনেভা মোটর শোতে প্যাল-ভি নামের এই কোম্পনি তাদের তৈরি এই তিন চাকার গাড়ি-কাম-হেলিকপ্টার প্রদর্শন করেছে।

এর মাথার ওপর হেলিকপ্টারের মতোই রোটর বা পাখা রয়েছে যা ভাঁজ করে রাখা যায়। পেছন দিকে রয়েছে আরো একটি প্রপেলার।

এর নাম দেয়া হয়েছে ‘লিবার্টি’ – এবং মাটির ওপর গাড়ি হিসেবে চলার সময় এই যানটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৯৯ মাইল, আর ওড়ার সময় সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১১২ মাইল।

ইউ ওনলি লিভ টুয়াইস’ নামের স্পাই থ্রিলার ছবিতে জেমস বন্ড একটি উড়ন্ত গাড়ি চালিয়েছিলেন – যার নাম ছিল ‘লিটল নেলি’। নেদারল্যান্ডের কোম্পানির তৈরি এই লিবার্টি নামের ‘জাইরোকপ্টার’ অনেকটা সে রকমই।তবে ‘লিটল নেলি’-র চাইতে লিবার্টি আকারে অনেক বড় এবং বিলাসবহুল।

এখন প্রশ্ন হলো, এর মধ্যে দিয়ে কি অবশেষে উড়ন্ত গাড়ির স্বপ্ন সফল হলো?

প্যাল ভি কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট ডিঙ্গেমান্স বলেন, “লিবার্টিকে নিয়ে আপনি আপনার গ্যারেজ থেকে যাত্রা শুরু করতে পারবেন এবং সোজা আপনি যেখানে যেতে চান সেখানে গিয়ে নামতে পারবেন।”

কিন্তু ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের এনার্জি রিসার্চ সেন্টারের প্রধান হ্যারি হোস্টার বলছেন, জাইরোকপ্টারের সুবিধে হলো এটা খুব কম জায়গার মধ্যে নামতে পারে। কিন্তু ওড়ার সময় তাকে সামনের দিকে ছুটে একটা গতিবেগ সঞ্চয় করতে হয়। তাই বাড়ির ছাদ থেকে এটা উড়তে পারবে না।

তা ছাড়া ঘনবসতি পূর্ণ এলাকায় এটা ওড়ানোর সমস্যা রয়েছে। কারণ এর পাখা ঘোরার জন্য চারপাশে অনেকটা ফাঁকা জায়গা দরকার। তার পর রয়েছে শব্দের সমস্যা।

প্যাল-ভি অবশ্য একমাত্র কোম্পানি নয় যারা বাণিজ্যিকভাবে উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে।

আমেরিকান কোম্পানি টেরাফুগিয়া এক ধরণের উড়ন্ত গাড়ি তৈরি করেছে, যার প্লেনের মতোই পাখা আছে, এবং তা মাটিতে নামার পর সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়।

এর প্রধান নির্বাহী ক্রিস জারান বলছেন, “এ গাড়ি আপনার গ্যারেজে থাকতে পারে। আপনি এটা চালিয়ে এয়ারপোর্টে যাবেন, তার পর উড়ে অন্য এয়ারপোর্টে যাবেন, তার পর পাখা ভাঁজ করে নিয়ে আবার গাড়িতে পরিণত হয়ে আপনার গন্তব্যে চলে যাবেন।” এর দাম হবে দু’লাখ আশি হাজার মার্কিন ডলার।

সমস্যা হচ্ছে এ জন্য আপনার একটা বিমানবন্দর ব্যবহার করতে হবে।

এরকম আরো কিছু কোম্পানি উড়ন্ত গাড়ি তৈরি করছে। কিন্তু তবু ব্যক্তিগত উড়ন্ত গাড়ির সামনে এখনো বহু সমস্যা রয়েছে ।

কারণ গাড়ি চালানো আর যে কোন রকম বিমান ওড়ানোর মধ্যে অনেক তফাৎ।

উড়ন্ত গাড়ি চালাতে হলে আপনার পাইলটের লাইসেন্স লাগবে।

 


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১