দৈনিক নতুন বাংলা ডেস্ক : মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে বাংলাদেশ বিশেষ ধন্যবাদ জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এবং ভারতসহ কয়েকটি দেশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মিন অং হ্লাইং। নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেয়ায় তিনি এসব দেশকে ধন্যবাদ জানান।