দৈনিক নতুন বাংলা বিনোদন ডেস্ক : আরিয়ান খানের মাদক মামলা তুলে নেওয়ার জন্য শাহরুখ এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে মুম্বাই হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। আগামী ২০ জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আবেদনে বলা হয়েছে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ২০২১ সালে মাদক মামলায় আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়।
এদিকে ঘুষ নেওয়ার মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অন্তর্বর্তী সুরক্ষা আদেশের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
২০২১ সালের অক্টোবরে মুম্বাই উপকূলে প্রমোদতরী ‘কর্ডেলিয়া’য় মাদক রাখার অভিযোগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানসহ ১৯ জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। এনসিবির সেই অভিযানে নেতৃত্ব দেন সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখপুত্রকে এ ঘটনায় জেলেও যেতে হয়।