দৈনিক নতুন বাংলা প্রতিবেদন : এস এম হোসেন বাবালা ছোট পর্দায় একসাথে একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। অভিনেতা হিসেবে দর্শকদের সামনে কম আসলেও সৃজনশীলতা ও নিজ মেধার মননে নিজেকে ইন্ডাষ্ট্রিতে একজন সফল পরিচালক ও প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
নিজের দীর্ঘতম ক্যারিয়ারে একের পর এক পরিচালনা ও প্রযোজনায় নিয়মিত আছেন এই মিডিয়া ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক।
গতকাল ২০ জুন ছিল তার শুভ জন্মদিন। এদিন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
এ উপলক্ষে তার কর্মস্থল গোল্ডস্যান্ডস্ গ্রুপে বুধবার (২১) জুন সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, এস এম হোসেন বাবলা গোল্ডস্যান্ডস্ গ্রুপের পিআর ও মিডয়া কনসালটেন্ট পদে কর্মরত রয়েছেন। এছাড়া জেরিন মিডিয়ার কর্ণধর তিনি। খুব দ্রুত এস এম হোসেন বাবলার প্রযোজনা প্রতিষ্ঠান জেরিন মিডিয়ার ব্যানারে টেলিভিশনে আসছে ৩০০ পর্বের মেগা ধারাবহিক।