দৈনিক নতুন বাংলা প্রতিবেদন : বিএনপির এক দফা দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে, এটাই আওয়ামী লীগের এক দফা।
বিএনপির সমাবেশের পাল্টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে বুধবার (১২ জুলাই) আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের এক দফায় শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে। আর আমাদেরও দফা একটাই, সেটা হলো আগামী নির্বাচন হবে শেখ হাসিনা অধীনেই। নির্বাচন শেখ হাসিনা সরকারের আমলেই হবে। শেখ হাসিনা নেতৃত্ব দেবেন। বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যে নেত্রীর সততাকে পছন্দ করে যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করেভ তাকেই নির্বাচিত করবে।
তিনি বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। তারা সেজন্য শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে।