আমিনুল ইসলাম বাবু : গত ১১/০৭/২০২৩ তারিখে সিআইডির সদর দপ্তরে তিন দিন ব্যাপী ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ভোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়।কোর্সটি আমেরিকান সফ্টওয়্যার ডেভলপার কোম্পানী MAGNET Forensic এর তত্বাবধানে পরিচালিত হচ্ছে। সিআইডির ডিজিটাল ফরেন সিক ইউনিটের ৩৫ জন কর্মকর্তা উক্ত কোর্সে অংশ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন Sean Jang, Director of MAGNET Forensic এবং Ashish Upreit, Senior digital forensic expert of MAGNET Forensic।
উক্ত প্রশিক্ষণ কোর্সে ডিজিটাল ডিভাইস হতে বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। যা ডিজিটাল অপরাধ তদন্ত ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
উদ্ভোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাইনুল হাসান বিপিএম এনডিসি, ডিআইজি (এইচআরএম), জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি (ফরেনসিক), জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ), জনাব মোঃ ইমাম হোসেন বিপিএম, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ), জনাব শ্যামল কুমার নাথ, ডিআইজি (সিপিসি) মহোদয়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।