মিন্টু কান্তি নাথ রাজস্থলী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন সকল ধর্মের মুল বাণী হচ্ছে শান্তি। সকল সম্প্রদায়ের একটি মাত্র পরিচয় হচ্ছে আমি মানুষ। দেশে শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে। দেশে বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান গুলো দৃষ্টি নন্দন রুপে নির্মাণ করা হচ্ছে। দেশে কেউ কোন দিন ভাবতে পারেনি প্রতিটি উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে দৃষ্টি নন্দন রুপে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও ডিজিটাল মসজিদ নির্মিত হবে। তারে পাশাপাশি প্রতি পাড়ায় পাড়া ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পাড়া কেন্দ্র স্থাপন করেছেন। যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনায় বাস্তবায়ন করছেন। তাই দেশ যখন এগিয়ে যাচ্ছে। দেশের একটি মহল শান্ত দেশকে অশান্ত সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। এইধরনের দেশ বিরোধী চক্রান্ত কারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।গত ২৪ শে আগস্ট বৃহস্পতিবার বিকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ( এসসিআই) বাংলাদেশ অফিসের বাস্তবায়নে শফিপুর এলাকার শফিপুর জুনিয়র মাদ্রাসা জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এলাকাবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল আলম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অংচাপ্রু মারমা, রফিকুল মাওলা, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা,দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, মউচিং মারমা (ময়না)জেলা আওয়ামী লীগের উপদেষ্টা উথিনসিন মারমা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, প্রেসক্লাবের সভাপতি আজগর আলি খান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মানবিক সাংবাদিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার,সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি পুলক বড়ুয়া, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, জেলা যুবলীগের সহ সাংবাদিক মুনসুর আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল হক প্রমুখ। প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি আগামী অর্থবছরের শফিপুর জুনিয়র মাদ্রাসা ও বাউন্ডারি ওয়াল নির্মাণের আশ্বাস প্রদান করেন। ছবি ও ক্যাপশনঃ বাঙ্গালহালিয়া শফিপুর জুনিয়র মাদ্রাসার জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনে দীপংকর তালুকদার এমপি।