শিরোনামঃ
রাজনীতিকের চরিত্রে পাওলি দাম বাংলাদেশ ক্রিকেট দল ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন অরবিন্দ কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি মুক্তিজোটের বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা দেবেন যুক্তরাষ্ট্র রোকেয়া হলের মেয়েরা রাজাকার বলে স্লোগান দেয়,তারা কী জানে ’৭১ সালের ২৫ মার্চ কি ঘটেছিল: প্রধানমন্ত্রী সংগীত শিল্পী ও অভিনেত্রী মেহা উত্তর আমেরিকা থেকে উধাও! হাইকোর্টের দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ,সরকার প্রয়োজনে কোটা সংস্কার করতে পারবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য চীন ও ভারত আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে :প্রধানমন্ত্রী ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উম্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সঞ্জয় লীলা বানসালি নির্মিত ব্যয়বহুল ৫টি শুটিং সেট সাংবাদিকরা সঠিক তথ্য দিয়ে পরিবেশ নিয়ে প্রতিবেদন করবেন, তাদের পূর্ণ সহায়তা দেওয়া হবে:তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলবে কাল থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে মেসিকে হারিয়ে জেতা ‘পুসকাস’ বিক্রয় করতে চান লিরা শেয়ারের দাম নিয়ে কারাসাজি এবং গুজব রটনাকারী চক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার তারিনের অভিষেক বাংলাদেশিসহ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য জনগণের সমর্থনকে বাদদিয়ে বিদেশি প্রভুদের দাসত্ব করছে:ওবায়দুল কাদের কারিগরি শিক্ষা বোর্ডের দেওয়া নার্সিংয়ের ২০ হাজার সনদ সন্দেহের তালিকায়
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
নোটিশঃ

মোবারক*** ***ঈদ মোবারক*** ***ঈদ মোবারক***

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্বতন্ত্র প্রার্থীদের অধিকার পুনঃরুদ্ধরে-সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

দৈনিক নতুন বাংলা ডেস্ক :  মুক্তিযুদ্ধের চেতনা ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্বতন্ত্র প্রার্থীদের অধিকার পুনঃরুদ্ধরে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ কর্তৃক ২ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব আব্দুর রহিম। তিনি বলেন, দেশ এবং জাতি যে ক্লান্তি লগ্নে আছে এখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু হতে পারে না। ঐক্যের মাধ্যমে যোগ্য নেতৃত্বকে বের করে এনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। যারা সরাসরি কোন দলে যুক্ত নন একই সাথে যারা স্বতন্ত্রভাবে চিন্তাভাবনা করছেন তাদের জন্যই আমরা গঠন করেছি স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। আমরা মানবাধিকার ও জনগণের সাংবিধানিক অধিকার নিয়ে কাজ করব একসাথে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা পরিবারের সুখ- দুঃখ এবং তাদের অধিকার নিয়ে আমরা কাজ করব।
আমি এবং হিরো আলম আমরা দুই মেরুর দুজন আমি অবশ্যই ধনী সম্প্রদায়ের একজন সিনিয়র সিটিজেন হিসেবে দীর্ঘদিন সামাজিক এবং মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম তা সবাই জানেন তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকা ১৭ আসন ও ঢাকা ১৫ আসন থেকে একাদশ জাতীয় সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলাম অপরদিকে উত্তর কর্পোরেশনের মেয়র পদে ২০১৯ সালে আমি নির্বাচন করেছি।কিন্তু আমাদের স্বতন্ত্র প্রার্থীদের কে ১% ভোটারের যেই স্বাক্ষর জমা দিতে হয় সেটা অসংবিধানিক এবং বেআইনি বলে মনে করি। এবং তা বাতিলের জন্য দাবি জানাচ্ছি।
বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পাঁচ বছর পূর্তির সংবাদ সম্মেলনে ঘোষণা দিতে চাই সারা বাংলাদেশের দেশপ্রেমিক ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যারা সততার সহিত কাজ করে যাচ্ছেন তাদেরকে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদে যোগদানের আহ্বান করছি এবং সাথে সাথে মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বতন্ত্র প্রার্থীদের অধিকার পুনঃরুদ্ধারে রাজপথে থেকে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসুন।
বক্তারা আরো বলেন শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ সর্বশক্তি দিয়ে কাজ করবেন।স্বাধীনতা ৫৩ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আজকে রাজনীতি দলগুলো মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে যাচ্ছেন বলে বক্তারা মন্তব্য করেন। আলহাজ্ব আব্দুর রহিম আরো বলেন, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হয়ে ও আমি বর্তমানে কতটা অবহেলিত এবং বিচারহীনভাবে আছি আমার প্রতি অবিচার করা হচ্ছে তা আজকে আপনারা জানেন তাই বলবো সকল মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও মুক্তিযোদ্ধাদের জন্য লোক দেখানো যে পদক্ষেপ গ্রহণ করছেন দেশের মানুষের কল্যাণের জন্য তা বহির প্রকাশ নয়। মুক্তিযোদ্ধার চেতনা ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্বতন্ত্র প্রার্থীদের অধিকার পুনঃরুদ্ধারে আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব।
আমরা আপনাদের যা সহায়তা করব তা নিম্নরূপ (স্বতন্ত্র প্রার্থীদের)
১। আপনি এখন থেকে স্বতন্ত্র প্রার্থী হলো একা নন আপনার পাশে আছে আলহাজ্ব আব্দুর রহিম হিরো আলম এবং আমাদের টিম প্রথমত আমাদের টিম আপনার নির্বাচনী এলাকায় ক্যাম্পেইনের সময় চেষ্টা করবে স্বশরীরে উপস্থিত থেকে আপনার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে একই সাথে আমাদের টিম আপনার নির্বাচনকালীন সময়ে আপনার যে সকল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এসব মামলার ক্ষেত্রে আমাদের সংগঠনের পক্ষ থেকে আইনজীবী প্যানেল নিয়োগ করা থাকবে সব মামলা পরিচালনা করবে একই সাথে মামলার বিষয়ে যাবতীয় খরচ বহন করবে আমাদের টিম। এসব ক্ষেত্রে আপনাকে কোন খরচ বহন করতে হবে না।
২। আপনি যেকোনো কারণে রাজপথে শারিরীকভাবে লাঞ্ছিত হতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সে ক্ষেত্রে আপনার চিকিৎসা যাবতীয় ব্যায়ভার এই সংগঠন বহন করবে। অপরদিকে আপনাকে নির্বাচন করার মত যে সকল বিষয়গুলো আপনাদের করতে হবে সেগুলোর ব্যাপারে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা সভা-সেমিনার করব এবং আপনাদেরকে এসব বিষয়ের সচেতন করে ঘরে তুলবো আপনার অধিকার সম্পর্কে আমরা আপনাকে সচেতন করে গড়ে তুলবো এবং আপনাকে সার্বিক সাহায্য ও সহযোগিত করব। পরিশেষে আমরা মহান মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো তাদের যে কোন ন্যায্য দাবি এবং অধিকার আদায়ের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকবো। আমরা আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মো: শাওন আশরাফ, ক্যাপ্টেন আইনুল হক, প্রিন্সিপাল আশরাফ, মিসেস এনি আশরাফ, মো: সালাহউদ্দিন। আরো উপস্থিত ছিলেন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১