দৈনিক নতুনবাংলা প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর আওতায় ঢাকা জেলা অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব- ১৫ ফুটবল প্রতিযোগিতায় বেলী স্কয়ার ফুটবল একাদশ এবং সাত রোজ যুব সংঘ” র মধ্যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয় । শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ( সাবেক পকিস্থান ) মাঠে ঢাকা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা অনূর্ধ্ব-১০ বেলী স্কয়ার ফুটবল একাদশ ও সাত রোজ যুব সংঘ”অনূর্ধ্ব-১০ একাদশ মধ্যে ফুটবল ম্যাচটি শুরু হয় সকাল ৮ টায় ।এক ঘন্টা ব্যাপি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয় । সকাল নয়টা দশ মিনিটে শুরু হয় ঢাকা জেলা অনূর্ধ্ব-১৫ বেলী স্কয়ার ফুটবল একাদশ ও অনূর্ধ্ব-১৫ সাত রোজ যুব সংঘ” অনূর্ধ্ব-১৫ ম্যাচটি । নব্বই মিনিটের ম্যাচটিতে সাত রোজ যুব সংঘ” র কাছে হেরে যায় বেলী স্কয়ার ফুটবল একাদশ ।বেলী স্কয়ার ফুটবল একাডেমী অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১৫ একাদশ দুটো টিম পরিচালনার দায়িত্ব পালন করেন টিম ম্যানেজার আবুল কাশেম এবং দুই টিমের প্রশিক্ষক শওকত আলী রোম্মান ।এর আগে সকাল সারে ছয়টায় বেলী স্কয়ার ফুটবল একাডেমী অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১৫ একাদশ টিম একত্রিত হয় বেলী স্কয়ার ফুটবল একাডেমীর ফুটবল মাঠে। তারপর সকাল সাতটায় কয়েকটি গাড়ী যোগে সকাল সারে সাতটায় পৌছায় বাংলাদেশ (সাবেক পাকিস্থান) মাঠে । বেলী স্কয়ার ফুটবল একাডেমী অনূর্ধ্ব-১০ বনাম সাত রোজ যুব সংঘ”অনূর্ধ্ব-১০ ম্যাচটি শুরু হয় সকাল আটটায় । নিজেদের বেলী স্কয়ার ফুটবল একাদশ হেরে যাওয়া নিয়ে টিম ম্যানেজার আবুল কাশেম এবং দুই টিমের প্রশিক্ষক শওকত আলী রোম্মান বলেন খেলাতে জয় পরাজয় থাকবেই ঘরের মাঠে সাত রোজ যুব সংঘ”বাড়তি সুবিধা পেয়েছে । আর তাছারা বাংলাদেশ মাঠটি পুরোটায় বালু-এই বালুর মাঠে সাত রোজ যুব সংঘ”র টিম খেলে অভ্যস্থ। আমাদের টিম খেলে ঘাসের মাঠে কাজেই একেতো মাঠ নতুন তার উপর বালুর মাঠ। সবচেয়ে বড় কথা পরাজয় মানেই সমাপ্তি নয় যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র ।