দৈনিক নতুন বাংলা প্রতিবেদন : মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে আসতে পেরে আমি আনন্দিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি এই পরিবারেরই একজন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তার সাংবাদিকতার কথা উল্লেখ রয়েছে।
তিনি বলেন, জাতির পিতার ডাকে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে জয়ী হয়েছে সেই জাতির জন্য আমি ফিরে এসেছি। জাতির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। সাড়ে তিন বছরে জাতির পিতা রাষ্ট্র কাঠামো তৈরি করেছিলেন। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অনেক উন্নয়ন করেছেন।