দৈনিক নতুনবাংলা ডেস্ক : বিশ্বব্যাংকের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এসএফ) এর সার্বিক সহযোগিতায় টিএমএসএস কর্তৃক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় “অটোমোবাইল ওয়ার্কশপ আধুনিকীকরণের মাধ্যমে উদ্যোক্তা এবং পরিবেশের উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্পটি বগুড়া ও নওগাঁ জেলায় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। অটো-মোবাইল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির প্রচলন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই ছিল প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এর আওতায় ক্লাস্টার পর্যায়ে পরিবেশবান্ধব মডেল ওয়ার্কসপ স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সেবা প্রদান, কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং কাজের নিরাপদ পরিবেশ তৈরী করা হয়েছে। প্রকল্প মেয়াদে টিএমএসএস নিয়ন্ত্রিত ১৩ টি শাখার মাধ্যমে মোট ১১৩ ব্যাচে ২৮২৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করে পরিবেশ সচেতনতা ও সার্টিফিকেশন বিষয়ে ৪০ ব্যাচে ১০০০ জন উদ্যোক্তাকে ওয়ার্কশপে বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেইনেজ, পেইন্ট বুথ, লুব অয়েল সংরক্ষণ ও রি-সার্কুলেশনের সঠিক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। ১০ টি ক্লাব গঠন করে স্থানীয় উদ্যোক্তা, শিক্ষক, ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিবেশগত সচেতেনতা বিষয়ক ক্লাব করা হয়। হেলথ এন্ড সেফটি বিষয়ক প্রশিক্ষণে ৯৭৫ জন উদ্যোক্তাকে প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপন, স্বাস্থসম্মত টয়লেট, পিপিই ইত্যাদি প্র্যাক্টিস করানো এবং অ্যাডভান্স অটোমোবাইল বিষয়ে ৮৫০ জন উদ্যোক্তাকে আধুনিক টেকনোলজির মেশিনারিজ, হাইব্রিড সিস্টেম ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২৮ জন উদ্যোক্তাকে জনপ্রতি এক লক্ষ টাকার সেফটি সামগ্রী বিনামুল্যে বিতরণ করার মাধ্যমে উদ্যোগকে মডেল ওয়ার্কশপে পরিণত করা হয়েছে। ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিনামূল্যে সাতটি স্বাস্থ্য সম্মত দুই কক্ষ বিশিষ্ট টিউবওয়েল সহ স্যানিটেশন স্থাপন করা হয়েছে। এসইপি অটোমোবাইল খাতে ৭০০ জন উদ্যোক্তার মাঝে সহজ শর্তে অগ্রসর এসইপি ও সাধারন সেবা ঋণ হিসেবে ১৩ কোটি ৭১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।বিজ্ঞপ্তি।