দৈনিক নতুনবাংলা ডেস্ক : ঢাকা কমিউনিটি হাসপাতালের হাসপাতাল পরিচালক, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃওমর শরীফ ইবনে হাসান সম্প্রতি ‘সহযোগী অধ্যাপক’ থেকে ‘অধ্যাপক’ পদে উন্নীত হয়েছেন। ডাঃশরীফ ডিসিএইচ ট্রাস্টের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের একাডেমিক পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।
ঢাকা কমিউনিটি হাসপাতালে যোগদানের আগে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, পাইওনিয়ার ডেন্টাল কলেজ এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজে কাজ করেছেন।শিক্ষকতা পেশায় তাঁর ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ২০০৩ সালে এমবিসিএস পাশ করেন। ২০১০ সালে শিশু স্বাস্থ্যে পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা অর্জ্ন করেন এবং ২০১৬সালে এমপিএইচ সম্পন্ন করেন।
তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ, বোস্টন চিলড্রেন হসপিটাল, ভারতের যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ এনভায়রন মেন্টালস্টাডিজ, ইউ এস এর ওরেগনস্টেট ইউনিভার্সিটি , চীনের নানজিং ইউনিভার্সিটি,সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিরস সহযোগিতায় আর্সেনিক এবং সীসা দূষণের মতো পরিবেশগত স্বাস্থ্য সংকট সম্পর্কিত বিভিন্ন গবেষণা প্রকল্পের সাথে জড়িত।দেশী বিদেশী জার্ণালেতাঁর ২১টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি জাপান, ভারত, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, মঙ্গোলিয়া, মালয়েশিয়া এবং ভিয়েতনামে আন্তর্জাতিক দুর্যোগ সম্মেলন এবং কর্মশালায় ডিসিএইচ ট্রাস্টের প্রতিনিধিত্ব করেছেন।