আহমেদ সাব্বির রোমিও : বাংলাদেশ মিডিয়া অঙ্গনের অনেকটাই পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা। নিজের সুনিপুণ অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন উপমা।প্রায় ১ যুগ ধরে নিষ্ঠার সাথে মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন উপমা। ইতিমধ্যে, নারী উদ্যোক্তা হিসেবেও বেশ সফলতালাভ করেছেন তিনি।নিজের এলাকা খুলনায় তার ‘ফারজানা এগ্রো’ নামে একটি এগ্রো প্রতিষ্ঠান চালাচ্ছেন। সেখানে গবাদি পশু পালন, মৎস্য উৎপাদন হয়। এছাড়া ফারজানা এগ্রো থেকে বিদেশে মাছ ও কাকড়া রফতানি করা হয়।
মাঝখানে মিডিয়াতে অনিয়মিত থাকার কারণ জানতে চাওয়া হলে উপমা বলেন, কোভিডের সময় মিডিয়াতে কাজ করা কঠিন হয়ে গিয়েছিলো। কারণ তখন জীবন বাঁচানোটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিলো। আর সে সময় মিডিয়াতে কাজের পরিমান কম ছিলো। তাই আমি খুলনাতে এগ্রো ফার্ম করি। সেই থেকে এখন পর্যন্ত এই এগ্রো ব্যবসাটা করে যাচ্ছি আমার জন্য ও আমার ব্যবসার জন্য সবাই দোয়া করবেন।
উপমা আরো বলেন, মডেলিংয়ের পাশাপাশি ব্যবসার কাজে মনোনিবেশ করে বেশ সফল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে ব্যবসা ও মডেলিং এক সাথে করতে পারি। এছাড়া আসন্ন ঈদকে ঘিরে বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান এই অভিনেত্রী।