এস এম আজগার আলী মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ই-নামজারি ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনব্যাপি ই-নামজারি ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য একশ ব্যাক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে- উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস। এ সময় আরো বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সাব-রেজিস্টার শাহাদত হোসেন।