এ এম ফাহাদ, খাগড়াছড়ি : বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়ষন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শান্তি সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ইং ) বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা দলীয় কার্যালয় থেকে একটি শান্তি সমাবেশের র্যালি বের হয়ে মাটিরাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, বাবু হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি জহির উদ্দিন খন্দকার, মাটিরঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বাবুল আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো তসলিম উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপি জামাত আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ করে জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো জানিয়ে বক্তারা আরো বলেন,দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শান্তি সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।