দৈনিক নতুন বাংলা ডেস্ক : বিশ্বকাপ মিশনে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে। এই মুহূর্তে সাকিবরা অবস্থান করছে গুয়াহাটিতে। সেখানেই আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃহস্পতিবার অনুশীলন করেছে টিম বাংলাদেশ।
ভিডিওতে দেখা যায় অনুশীলনের আগে সবাইকে সামনে রেখে কথা বলছেন সাকিব। যেখানে তাকে বলতে দেখা যায়, ‘বিশ্বাস ছাড়া মানুষের কোনো কিছু পাওয়া সম্ভব না, অর্জন করাও সম্ভব না।’ এরপরই সাকিব বলেন, ‘এই ১৫টি পয়েন্ট ক্যারিয়ারে কাজে আসবে।’
আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনে ফুটবল নিয়ে খানিক অনুশীলন করেন সাকিব-মাহমুদউল্লাহরা। তার আগে দেখা যায় সবাইকে শারীরিক কসরত করতে। কয়েকজন নেটে ঝালিয়ে নেন ব্যাটিং। বোলিং করে গা গরম করেন বোলাররা।এই মাঠে আগামীকাল শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে আগামী ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। বাংলাদেশ মিশনে নামবে ৭ অক্টোবর, ধর্মশালায় সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান।