দৈনিক নতুন বাংলা ডেস্ক : বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম চিকুনগুনিয়া টিকা। মশাবাহিত ভাইরাস জ্বরটির টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ইক্সচিক নামের এই টিকার অনুমোদন দেয়।
মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’র দাবি, মানুষের শরীরে চিকুনগুনিয়ার টিকা প্রয়োগ করে দেখা হয়েছে। ২৮ জনের ওপর এই ক্লিনিকাল ট্রায়াল হয়েছিল। দেখা গিয়েছে, ৯৮.৯ শতাংশ কার্যকরী এই টিকা। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে এই সাফল্য এসেছে বলে জানান বিজ্ঞানীরা।
সেসব ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী। ট্রায়ালে সাধারণ উপসর্গ হিসেবে মাথাব্যথা, মাথা ঘোরা, পেশিতে ব্যথা, সন্ধিতে ব্যথা, জ্বর, বমিভাব ও টিকা প্রয়োগের স্থানে জ্বালাপোড়ার অভিযোগ পাওয়া গেছে।
এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, বয়স্ক লোকজন এবং আগে থেকে রোগাক্রান্ত মানুষ চিকুনগুনিয়ায় সংক্রমিত হয়ে দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় পড়তে পারে। এই রোগের প্রথম টিকার অনুমোদন দেওয়া হলো। এটি চিকুনগুনিয়া চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার।