দৈনিক নতুনবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এ নির্বাচনে সারাদেশের ২৯৯ আসনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এবারের নির্বাচন দেশের শোবিজ অঙ্গনের বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ, মাহিয়া মাহি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, ডলি সায়ন্তনী ও নকুল কুমার বিশ্বাস। তাদের মধ্যে বিজয়ের হাসি হেসেছেন ২ জন আর পরাজিত হয়েছেন ৩ জন ও ভোট বর্জন করেছেন একজন।
নীলফামারী-২ আসনে টানা পাঁচবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর। এবারও তিনি নৌকা মার্কায় লড়ে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফললাফ অনুযায়ী তিনি পেয়েছেন ১,১৯,৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন মাত্র ১৫ হাজার ৬৮৪ ভোট। নীলফামারী-২ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৩৫টি। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭১৮ ও নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩ জন।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করেন তিনি। বলা চলে, ওই আসনে নির্বাচনের মাঠে সবচেয়ে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু দেখা গেলে, আলোচিত হয়েও মাহিই সবচেয়ে পেলেন কম ভোট। তিনি পেয়েছেন ৯,০০৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। বিজয়ী প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে পাবনা-২ আসনে নোঙর প্রতীকে লড়ছিলেন গায়িকা ডলি সায়ন্তনী। কিন্তু ভোটেরর দিন দুপুরে ভোট বর্জন করেন এই গায়িকা।নির্বাচন শেষে রাতে ঘোষিত ফলাফলে দেখা যায় ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির। তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হজার ৮৪২ ভোট।
সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। গামছা প্রতীকে তিনি পেয়েছেন ১৪২১ ভোট। এ আসনে আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ওয়ারকার্স পার্টির (নৌকা প্রতীকে) রাশেদ খান মেনন পেয়েছেন ১২১৩৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১,১৬২ ভোট।