দৈনিক নতুন বাংলা ডেস্ক : ব্রাজিলের সাবেক ফুটবলার ওয়েন্ডেল লিরা, ফুটবল বিশ্বে নাম-ডাক কামিয়েছেন ২০১৫ সালে পুসকাস অ্যাওয়ার্ড জিতে। ২০১৫ ব্যালন ডি’অরে সেরা গোলের এই স্বীকৃতি জিততে তিনি টপকে যান ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। আশ্চর্য্যজনকভাবে সেই পুরস্কার বিক্রি করে দিতে চাইছেন লিরা।
গোয়াইনিয়ায় জন্ম নেওয়া ৩৫ বছরের লিরা পেশাদার ফুটবল থেকে অবসরে যান ২০১৬ সালে। সে সময় ভিলা নোভার হয়ে খেলতেন তিনি। এখন তার পরিচয় ভিন্ন। তিনি এখন স্ট্রিমার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার। ৪৩২ হাজারের বেশি অনুসারী রয়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্রাজিলের সাংবাদিক কার্তোলোউকোকে দেওয়া সাক্ষাৎকারে লিরা জানান পুরস্কারটি তিনি এমন এক জায়গায় রেখেছেন যেখান থেকে কারো পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না। এখন তিনি সেটি বিক্রি করে দিতে চান।
লিরা বলেন, ‘এটি এমন একটি পুরস্কার যা মেসিকে হারিয়ে পেয়েছি। আমার নাম এরই মধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে। এখন কেউ যদি ২ মিলিয়ন ডলারে এটি বিক্রির জন্য নিলামে তোলে আমি না করবো না। আমি ৫ মিলিয়ন পর্যন্ত দাম পেতে পারি। আর তাহলে সেই অর্থ দিয়ে গোয়াইনিয়ায় ভিডিও গেমের স্টুডিও চালু করতে পারবো।’
চতুর্থ স্তরের দল গোয়াইনেসিয়ার হয়ে ওই খ্যাতি অর্জনের পরের বছর দ্বিতীয় স্তরের ক্লাব ভিলা নোভা দলে ভেড়ায় তাকে। এছাড়া খেলেছেন গোইয়াস, ফোর্তালেজা, আতলেতিকো সোরোকাবার মতো ক্লাবে। ২০০৬ সালে ইতালির মিলান থেকে প্রস্তাব পেলেও যেতে না পারা তার আক্ষেপ। এখন নিজের ইউটিউব চ্যানেলে ইএস্পোর্টসের ম্যাচ স্ট্রিমিং ও বিশ্লেষণ করেন লিরা।