দৈনিক নতুন বাংলা ডেস্ক : অভিনেত্রী পাওলি দাম আগেই জানিয়েছিলেন ওয়েব সিরিজে এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন। ‘জুলি’ নামের এই সিরিজের শুটিং শেষ হয়েছে ইতোমোধ্যেই। এবার প্রকাশ্যে এলো সিরিজে চরিত্রদের ফার্স্ট লুক।
সিরিজে রয়েছেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। অন্যদিকে সিবিআই আধিকারিকের চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রুতি দাস।