শিরোনামঃ
ডেসটিনির অর্থ ফেরত প্রক্রিয়া শুরুতে চার বাধা ১০০ তলা ভবন করার অনুমতি দিবে রাজউক তাহসিন মাহিন এর ‘ইন ব্লিসফুল হেল’ প্রিমিয়ারিং ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : নাদেল দায়িত্বে আসছেন ট্র্যাসি জ্যাকবসন বিসিবিকে অপেক্ষায় রাখলেন: তামিম ইকবাল খান ইসলামী ব্যাংকে আবার অনিয়ম, পদ হারালেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না : সুপার স্টার রজনীকান্ত গাছে উঠে আত্মহত্যার চেষ্টা বালবির, নামানোর চেষ্টায় সুয়ারেজ জাতীয় শুদ্ধাচার কৌশল,অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মেসি বাইডেনের দেওয়া পুরস্কার নিতে যাননি কেন নির্মাতা মৃত্তিকা রাশেদ এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কালার’স অব হোপ”ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ২০২৪ এ চ্যাম্পিয়ন রাজনীতিকের চরিত্রে পাওলি দাম বাংলাদেশ ক্রিকেট দল ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন অরবিন্দ কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি মুক্তিজোটের বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা দেবেন যুক্তরাষ্ট্র রোকেয়া হলের মেয়েরা রাজাকার বলে স্লোগান দেয়,তারা কী জানে ’৭১ সালের ২৫ মার্চ কি ঘটেছিল: প্রধানমন্ত্রী সংগীত শিল্পী ও অভিনেত্রী মেহা উত্তর আমেরিকা থেকে উধাও! হাইকোর্টের দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ,সরকার প্রয়োজনে কোটা সংস্কার করতে পারবে
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশঃ

মোবারক*** ***ঈদ মোবারক*** ***ঈদ মোবারক***

বিসিবিকে অপেক্ষায় রাখলেন: তামিম ইকবাল খান

নতুন বাংলা ডেস্ক: / ৪৯ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
তামিম ইকবাল। ছবি: সংগ্রহ

বিসিবিকে আরেকটু অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। আজ সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধাত জানাবেন তামিম। সে জন্য দু–একদিন সময় চেয়ে নিয়েছেন।

তামিম ইকবাল। ছবি: সংগ্রহ

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল আইসিসিতে পাঠাতে হবে বিসিবিকে। নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমকে চাইলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, তামিম আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। সম্প্রতি বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসা এক ভিডিওতেও তামিমকে এ রকম কথা বলতে শোনা গেছে।

মূলত এসব কারণেই চূড়ান্ত দল নির্বাচনের আগে তামিমের মতামত জানতে চেয়েছে নির্বাচক কমিটি। আজ প্রথম দফা আলোচনায়ও তামিম নির্বাচকদের জানিয়ে দিয়েছিলেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।

নিজেদের মধ্যে একদফা আলোচনা করে পরে নির্বাচকেরা আবারও কথা বলেন তামিমের সঙ্গে, তাঁকে প্রস্তাব দেন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। এই আলোচনায় তামিম শেষ পর্যন্ত কিছুটা ইতিবাচক হয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন।

তামিম ইকবাল। ছবি: সংগ্রহ

তামিম ইকবাল। ছবি: সংগ্রহ

তামিমের সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক ছাড়াও ছিলেন দুই নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার। গ্র্যান্ড সিলেটের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে গাজী আশরাফ হোসেন বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’ গাজী আশরাফ জানান, তাঁদের মনে হয়েছে, হাতে যথেষ্ট সময় আছে। কাজেই তাড়াহুড়া না করে তামিমকে কিছুটা সময় দেওয়া যেতেই পারে। এ ব্যাপারে বোর্ডেরও কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘তিনি (তামিম) একটা টুর্নামেন্ট খেলছেন। আমরা আমাদের প্রাথমিক আলোচনা সেরে নিয়েছি।’

অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় তামিমের ফিটনেস নিয়ে একটা সংশয় থাকেই। তবে প্রধান নির্বাচকের কথায় মনে হলো, তাঁদের অন্তত এ নিয়ে কোনো সংশয় নেই, ‘তামিম ইকবাল এনসিএল খেলছে, বিপিএল খেলছে। তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। আমরা সবাই তার ফেরার জন্য মুখিয়ে ছিলাম। যেকোন সময় আমাদের দিক থেকে আমরা তাকে স্বাগত জানাব।’

সূত্র জানিয়েছে, অধিনায়ক নাজমুল হোসেনসহ দলের আরও দু–একজন ক্রিকেটারও তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে অনুরোধ করেছেন।

সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা, জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। আমরা নির্বাচকমণ্ডলী বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি, তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য অ্যাভেইলেবল আছেন কি না। এখনো আমরা উত্তর পুরোপুরি পাইনি।’

সাকিল আল হাসান। ছবি: সংগ্রহ

জানা গেছে, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পাননি। এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। সেটির ফলাফল এখনো আসেনি।

সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি: সংগ্রহ

এ ব্যাপারে গাজী আশরাফের বক্তব্য, ‘পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, এটা একটু শকিং। আংশিক একটা পেয়েছি। শোনা যাচ্ছে, তিনি আবার অংশগ্রহণ করেছেন (অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। আশা করি এক–দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে নির্বাচক কমিটি আজ কথা বলেছে অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গেও। তবে তামিমের সঙ্গে নির্বাচকদের আলোচনার সময় নাজমুল সেখানে ছিলেন না।


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮