শিরোনামঃ
নতুন টিভিসিতে প্রশংসিত শাওন আশরাফ মডেল ও অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা একজন সফল নারী উদ্যোক্তা স্বাধীনতা ট্রাস্টের জতজয়ন্তী পালন নিশাত আরা শাওন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন,বাংলাদেশ এর বেসরকারি ব্যাংক শাখার কমিটির যুগ্ম আহবায়ক হলিউড ডিরেক্টর লিওয়েন লিয়ে’র“এমাজন প্রাইম ভিডিওর“ফ্লিটিং লাইট”সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অপর্ণা কির্ত্তনীয়া রাজউক ভাড়া ভিত্তিক ভবন নির্মাণ করতে চায় নিম্ন আয়ের মানুষদের জন্য গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, বুঝিয়ে নামানোর চেষ্টায় সুয়ারেজ ডেসটিনির অর্থ ফেরত প্রক্রিয়া শুরুতে চার বাধা ১০০ তলা ভবন করার অনুমতি দিবে রাজউক তাহসিন মাহিন এর ‘ইন ব্লিসফুল হেল’ প্রিমিয়ারিং ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : নাদেল দায়িত্বে আসছেন ট্র্যাসি জ্যাকবসন বিসিবিকে অপেক্ষায় রাখলেন: তামিম ইকবাল খান ইসলামী ব্যাংকে আবার অনিয়ম, পদ হারালেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না : সুপার স্টার রজনীকান্ত গাছে উঠে আত্মহত্যার চেষ্টা বালবির, নামানোর চেষ্টায় সুয়ারেজ জাতীয় শুদ্ধাচার কৌশল,অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মেসি বাইডেনের দেওয়া পুরস্কার নিতে যাননি কেন নির্মাতা মৃত্তিকা রাশেদ এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কালার’স অব হোপ”ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ২০২৪ এ চ্যাম্পিয়ন রাজনীতিকের চরিত্রে পাওলি দাম
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশঃ

মোবারক*** ***ঈদ মোবারক*** ***ঈদ মোবারক***

দায়িত্বে আসছেন ট্র্যাসি জ্যাকবসন

নতুন বাংলা ডেস্ক: / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
আগামী সপ্তাহে ট্র্যাসি জ্যাকবসনের ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে

বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন। মূলত বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন  দায়িত্ব পালনের জন্য তাঁকে  ঢাকায় পাঠানো হচ্ছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি।

দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো চলতি সপ্তাহে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, পিটার হাসের উত্তরসূরি যোগ দেওয়ার আগপর্যন্ত ট্র্যাসি জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে দায়িত্বে থাকবেন। এটি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে।

ঢাকা ও ওয়াশিংটনের সূত্রগুলো জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ট্র্যাসি জ্যাকবসনের ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি বুধবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ট্র্যাসি জ্যাকবসনের মতো একজন অভিজ্ঞ কূটনীতিককে অন্তর্বর্তী সময়ে ঢাকায় বিশেষ দায়িত্বে পাঠানো হচ্ছে।

জর্জ হপকিনস ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পেশাদার কূটনীতিক ট্র্যাসি জ্যাকবসন তুর্কমিনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মার্কিন কূটনীতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া ও লাটভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের পদে কাজ করেছেন। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট তাঁকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ফিরিয়ে আনেন। ওই বছরই মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তান–সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হন ট্র্যাসি জ্যাকবসন। এরপর তাঁকে ইথিওপিয়ায় দেড় বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। জো বাইডেন ইরাকে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাঁকে মনোনীত করেন। গত বছরের জুনে ওই মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটে শুনানি হলেও নিয়োগটি ঝুলে ছিল।

ঠিক ১৭ বছর আগে দুই মার্কিন রাষ্ট্রদূতের ঢাকায় যাওয়া–আসার মাঝখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কাকতালীয় হলেও ২০০৭ সালের মতো এবারও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময়ে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব কিছুদিন পালন করবেন সিডিএ। ওই সময় ২০০৬ সালের এপ্রিলে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন প্যাট্রিসিয়া বিউটেনিস। কিন্তু ১৪ মাসের মাথায় হঠাৎই মার্কিন প্রশাসন তাঁকে ইরাকে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। ফলে তিনি বেশ তাড়াহুড়া করেই ঢাকা ছেড়ে যান। ২০০৮ সালের এপ্রিলে জেমস এফ মরিয়ার্টি পরের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে ৯ মাস ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছিলেন গীতা পাসি।


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১