আহমেদ সাব্বির রোমিও : বহুমুখী প্রতিভার অধিকারী শাওন আশরাফের সংস্কৃতি অঙ্গনে পথচলা শুরু মঞ্চ নাটকে অভিনয় ও নির্দেশনার মধ্যে দিয়ে । মঞ্চের পাশাপাশি জড়িয়ে পড়েন টেলিভিশন লেখা ও নির্মাণে । বিগত তিন দশকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য একশো’র অধিক নাটক নির্মাণ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য নির্মান করেছেন অসংখ্য অনুষ্ঠানমালা।
পাশাপাশি তিনি অভিনয়ে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় বিজ্ঞাপনের মডেলও বটে। শাওন আশরাফ মঞ্চ ও টেলিভিশনের গন্ডি পেরিয়ে যুক্ত হয়েছেন চলচ্চিত্রে । অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে । অভিনয়ের পাশাপাশি করেছেন চলচ্চিত্র পরিচালনা। বিজ্ঞাপন নির্মাতা হাসান তৌফিক অংকুর ও তার বিজ্ঞাপনের সংস্থা আইডিয়া মোশন এর সঙ্গে শাওন আশরাফের কঠিন একটি হৃদ্যতার সম্পর্ক আছে কারণ শাওন আশরাফ নাটক পরিচালনা ও অভিনয় থেকে যখন অনেক দূরে সরে যাচ্ছিল অনেকটা মিডিয়ার উপর রাগ করে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন বিজ্ঞাপন নির্মাতা নাফিস রেজা শাওন আশরাফকে একটি বিজ্ঞাপনের সুযোগ দেয় ।

এরপর শাওন আশরাফ চোখে পড়েন হাসান তৌফিক অংকুরের হাসান তৌফিক অংকুর শাওন আশবকে নিয়ে নির্মাণ করেন আরএফএল এসডাব্লু পাইপে একটি বিজ্ঞাপন সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল বিজ্ঞাপনটি এরপর থেকে কাস্টিং ডিরেক্টর জোর করিম জিয়ার সঙ্গে শাওন আশরাফের সঙ্গে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তারপর থেকে বিজ্ঞাপনের মডেল হিসেবে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাওন আশরাফের। বিজ্ঞাপন জগতের সবগুলো বড় হাউজের সঙ্গেই কাজ করেছেন শাওন আশরাফ। কাজ করেছেন প্রায় সবগুলো বড় নির্মাতার সঙ্গেই তার মধ্যে প্রাণ গ্রুপের বিজ্ঞাপন প্রধান ও বিজ্ঞাপন নির্মাতা সাবিন্স ও রয়েছেন।
এরই মধ্যে শাওন আশরাফ ১৯টিরও অধিক বিজ্ঞাপন চিত্রে মূল ভূমিকায় কাজ করেছেন। সম্প্রতি তার আরএফএল ক্লাস পাইপ টেলিভিশন বিজ্ঞাপনটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে প্রথম সাত ঘন্টায় ভিউর বাজারে বিজ্ঞাপনটি ১ মিলিয়ন পার করেছে এবং দ্রুত গতিতে ভিউ বাড়ছে।